আন্তর্জাতিক

ইরান পার্লামেন্টের স্পিকার করোনায় আক্রান্ত

ইরান পার্লামেন্টের স্পিকার আলি লারজানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির সরকারি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিনি বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে ইরানের পার্লামেন্ট সদস্য করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে ১৭ জন মারা গেছেন। দেশটির অন্তত ১৩ জন নেতা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ইরানে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৫০ হাজার ৪৬৮ জন। মারা গেছে ৩ হাজার ১৬০ জন। সুস্থ হয়েছে ১৬ হাজার ১১ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই