আন্তর্জাতিক

চিকিৎসককে সম্মান জানিয়ে সন্তানের নাম রাখলেন বরিস দম্পতি

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার বাগদত্তা ক্যারি সিমন্ডস তাদের নবজাতক সন্তানের নাম রেখেছেন উইলফ্রেড লউরি নিকোলাস।

সেই দুই চিকিৎসকের নামের অংশ নিয়ে তারা সন্তানের নাম রাখেন, যারা বরিস জনসন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার সময় তাকে চিকিৎসা দিয়েছেন।-খবর রয়টার্স

শনিবার ইনস্টাগ্রামে নিজের ও সন্তানের ছবি শেয়ার করার পাশাপাশি এই নাম ঘোষণা করেন সিমন্ডস। তার সন্তানের মাথায়ও অবিকল বরিসের মতো ঘন চুলে ঢাকা।

বুধবারে জন্ম নেয়া সন্তানের নামের বিবরণ দিয়ে সিমন্ডস বলেন, জনসনের দাদার নাম থেকে এসেছে উইলফ্রেড, তার নিজের দাদার নাম থেকে নেয়া হয়েছে লউরি। আন নিকোলাস রাখা হয়েছে ডা. নিক প্রাইস ও নিক হাটের প্রতি সম্মান দেখিয়ে।

গত মাসে সেন্ট থমাস হাসপাতালে থাকাকালে ওই দুই চিকিৎসকই বরিসের জীবন বাঁচিয়েছেন বলে দাবি এই দম্পতির।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালের প্রসূতি বিভাগের কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন ৩২ বছর বয়সী সিমন্ডস। তিনি বলেন, আমার হৃদয় আজ আনন্দে পরিপূর্ণ।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই