ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ হিজবুল মুজাহিদিনের কমান্ডার রিয়াজ নাইকু নিহতের প্রতিবাদে কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
বুধবার পুলওয়ামাতে নিরাপত্তা বাহিনীর অভিযানে নাইকুসহ দুজন নিহত হয়। কাশ্মীরের সবচেয়ে বড় বিচ্ছিন্নতাবাদী গ্রুপ হিজবুল মুজাহিদিনের প্রধান ছিলেন সাবেক এই অংক শিক্ষক।
শুক্রবার তৃতীয় দিনের মতো রাজ্যে ভারত বিরোধী বিক্ষোভ হয়েছে। এসময় বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুঁড়ে। জবাবে তাদের দিকে ছররা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। তিন দিনের এই সংঘর্ষে অন্তত এক জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৫০ জন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানিয়েছেন, আহত অন্তত ১২ জনকে শ্রীনগরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের অধিকাংশের এক কিংবা উভয় চোখে ছররা গুলি বিদ্ধ হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার সরকারি সেনারা নাইকুর গ্রামে অভিযান চালায়। সেখানে নাইকুর শোক আলোচনার জন্য স্থাপিত একটি তাবু তছনছ করে দেয়। এরপরই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
বুধবার পুলওয়ামাতে নিরাপত্তা বাহিনীর অভিযানে নাইকুসহ দুজন নিহত হয়। কাশ্মীরের সবচেয়ে বড় বিচ্ছিন্নতাবাদী গ্রুপ হিজবুল মুজাহিদিনের প্রধান ছিলেন সাবেক এই অংক শিক্ষক।
শুক্রবার তৃতীয় দিনের মতো রাজ্যে ভারত বিরোধী বিক্ষোভ হয়েছে। এসময় বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুঁড়ে। জবাবে তাদের দিকে ছররা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। তিন দিনের এই সংঘর্ষে অন্তত এক জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৫০ জন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানিয়েছেন, আহত অন্তত ১২ জনকে শ্রীনগরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের অধিকাংশের এক কিংবা উভয় চোখে ছররা গুলি বিদ্ধ হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার সরকারি সেনারা নাইকুর গ্রামে অভিযান চালায়। সেখানে নাইকুর শোক আলোচনার জন্য স্থাপিত একটি তাবু তছনছ করে দেয়। এরপরই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই