আন্তর্জাতিক

সান বার্নার্ডিনো কাউন্টিতে ফেস মাস্ক ব্যবহারে শিথিলতা

সান বার্নার্ডিনো কাউন্টিতে ফেস মাস্ক ব্যবহারের নির্দেশনা শিথিল করা হয়েছে। কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ গত শুক্রবার, ৮ই মে তারিখে একটি নতুন নির্দেশিকা জারি করে যার মাধ্যমে ২৩শে এপ্রিল জারি করা কোভিড-১৯ সম্পর্কিত তাদের পূর্ববর্তী কিছু নির্দেশনা প্রত্যাহার করা হয়। এই নতুন আদেশের আওতায় কাউন্টির জনগন ফেস মাস্ক এর ব্যবহার সীমিত করতে পারবেন, কিন্তু নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখার এবং জনসংযোগ ও সমাবেশ এর এড়িয়ে চলার ক্ষেত্রে পূর্বের নির্দেশনাসমূহ বহাল রয়েছে। 

নতুন এই নির্দেশনাটি সান বার্নার্ডিনো কাউন্টির ইমার্জেন্সি সার্ভিসেস অফিসের পরিচালক গ্যারি ম্যাকব্রাইড এবং কাউন্টি কাউন্সেল মিশেল ডি ব্লেকমোরের অধীনে, কাউন্টির ভারপ্রাপ্ত জনস্বাস্থ্য কর্মকর্তা ডঃ এরিন গুস্তাফসন দ্বারা ঘোষণা করা হয়। এতে একথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, কোভিড-১৯ মহামারীকালে জননিরাপত্তার স্বার্থে অফিস কর্তৃক ১০ ই মার্চ এবং ৮ ই মে তারিখে করা ইস্যু পূর্ববর্তী আদেশগুলি লঙ্ঘন করা যাবে না।

গভর্নর গেভিন নিউসম এর নেয়া এল এ রিকভারি রোডম্যাপ পরিকল্পনার সাথে একাত্মতা ঘোষনা করে  কাউন্টি শুক্রবার থেকে কিছু ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় চালু করারও অনুমতি দেয়। ফোর্থ ডিসট্রিক্ট (Chino, Chino Hills, Montclair, Ontario) -এর বোর্ড অফ সুপারভাইজার -এর চেয়ারম্যান কর্ট হাগম্যান কাউন্টির সকল নাগরিককে সামাজিক দূরত্ব নিশ্চিত করার মাধ্যমে কোভিড-১৯ এর বিস্তার রোধ করে ব্যবসায়গুলি পুনরায় সচল করার প্রক্রিয়ায় সাহায্য করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য যে, সান বার্নার্ডিনো কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ এর দেয়া তথ্য মতে এখন পর্যন্ত কাউন্টিতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা প্রায় ২,৬৯৯, যার মধ্যে ৬৭ জন নতুন করে সনাক্ত হয়েছেন এবং এদের মধ্যে নতুন ৩ জন সহ মোট মৃত্যু হয়েছে ১১১ জনের।

এলএবাংলাটাইমস/এসএস/আই