আন্তর্জাতিক

চীনে ৮ হাজার মানুষ কোয়ারেন্টাইনে

চীনের উত্তর-পূর্বাঞ্চলে কোয়ারেন্টাইনে রয়েছে আট হাজার মানুষ। করোনাভাইরাসের প্রাদুর্ভাব নতুন করে শুরু হওয়ায় জিলিন প্রদেশের এসব বাসিন্দাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে রোববার জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

চীনের সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, জিলিন শহরের বাসিন্দাদের শহর থেকে বের হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শহরের শুলান এলাকাতে আরেকটি ক্লাস্টারের সন্ধান পাওয়া গেছে।

প্রতিবেশী প্রদেশ লিয়াওনিংয়ের রাজধানী শেনিয়াং কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, ২২ এপ্রিল থেকে জিলিনে থেকে আসা যে কাউকে হাসপাতালে তিন সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে।

জিলিনে এ পর্যন্ত প্রায় ৭০০ করোনা আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একইসঙ্গে লিয়াওনিং প্রদেশে ১ হাজারে বেশি আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে সাড়ে ছয় হাজার মানুষ। শনিবার চীনা কর্তৃপক্ষ পাঁচ জন করোনা আক্রান্তের খবর জানিয়েছে। এদের মধ্যে তিন জনই জিলিন প্রদেশের।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই