আন্তর্জাতিক

লকডাউনে জুম কলে অপরাধীকে মৃত্যুদণ্ড দিলেন আদালত

করোনাভাইরাসের কারণে লকডাউনে আদালতের কার্যক্রম বন্ধ। তাই ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম কলেই এক মাদকাপাচারকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের আদালত।

মাদক পাচারে যুক্ত থাকায় পুনিথান গেনাসান নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে গত সপ্তাহে। ৩৭ বছরের ওই ব্যক্তি মালয়েশিয়ার বাসিন্দা। সিঙ্গাপুরের সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, ২০১১ সালে ২৮.৫ গ্রাম হেরোইনসহ ধরা পড়ে ওই মাদকপাচারকারী।

পুনিথানকে ‘মাদক পাচারের অন্যতম হোতা’ বলে আখ্যা দিয়েছেন আদালত। জুম কলে দণ্ড দেওয়ার কথা সিএনএনকে নিশ্চিত করেছেন তার পক্ষের আইনজীবী।

সুপ্রিম কোর্টের একজন মুখপাত্র বলেছেন, ‘কোভিড-১৯ এর বিস্তার রোধ করার পদক্ষেপ হিসেবে কোর্ট দূর থেকে শুনানির আয়োজন করেছে। সিঙ্গাপুরে এটাই প্রথম মামলা যেখানে দূর থেকে কারো মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো।’

সিঙ্গাপুরে করোনাভাইরাসে অন্তত ২৯ হাজার ৩৬৪ জন আক্রান্ত হয়েছে এবং মৃতের সংখ্যা ২২।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই