আন্তর্জাতিক

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়ালো

ভারতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। বুধবার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৬৭। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার হয়েছেন আরও ৬ হাজার ৩৮৭ জন। এই নিয়ে পর পর ছয় দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজার হলো। খবর আনন্দবাজার অনলাইন।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে আরও ১৭০ জনের। এর ফলে সারা দেশে করোনায় মোট মৃত ৪ হাজার ৩৩৭ জন। যদিও কেন্দ্রীয় সরকার জানিয়েছে কো-মর্বিডিটির কারণে ৭০ শতাংশ রোগীর মৃত্যু হয়েছে। পৃথিবীর মধ্যে ভারতে করোনায় মৃত্যুর হার সবচেয়ে কম বলেও দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৫৪ হাজার ৭৫৮। মৃত্যু হয়েছে এক হাজার ৭৯২ জনের। সারা দেশে মোট আক্রান্তের তিন ভাগের এক ভাগই এই রাজ্যে। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে তামিলনাড়ু, দিল্লি ও গুজরাটেও। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৭২৮ জন। গুজরাটে মোট করোনা রোগী এখন ১৪ হাজার ৮২১ জন। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৪৬৫ জন। এ ছাড়াও সংক্রমণ বাড়ছে মধ্যপ্রদেশে ৭ হাজার ২৪, রাজস্থানে ৭ হাজার ৫৩৬, উত্তরপ্রদেশে ৬ হাজার ৫৪৮, অন্ধ্রপ্রদেশে ৩ হাজার ১৭১ জন।

পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৪ হাজার ৯ জন। এ রাজ্যে মোট ২৮৩ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণায়।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই