আন্তর্জাতিক

যুক্তরাজ্যে করোনায় বাংলাদেশি বংশোদ্ভূতদের মৃত্যু ঝুঁকি সবচেয়ে বেশি

যুক্তরাজ্যে শ্বেতাঙ্গসহ অন্যান্য সব জাতিগোষ্ঠীর চেয়ে করোনাভাইরাসে বাংলাদেশি বংশোদ্ভূতদের মৃত্যু ঝুঁকি বেশি বলে এক গবেষণায় বলা হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত পাবলিক হেলথ ইংল্যান্ডের ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, শ্বেতাঙ্গদের চেয়ে বাংলাদেশি বংশোদ্ভূতদের করোনাভাইরাসে মৃত্যু ঝুঁকি দ্বিগুণ।যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৫০ হাজার মানুষ।

আনুপাতিক হারে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ কালো ও এশীয়রা বেশি মারা যাওয়ায় এ কারণ খুঁজে বের করার দাবি ওঠে। পরে এ নিয়ে গবেষণা চালায় পাবলিক হেলথ ইংল্যান্ড।
গবেষণার তথ্য অনুযায়ী, গত ১৩ মে পর্যন্ত বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ১৮২ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই