আন্তর্জাতিক

বিক্ষোভে বৃদ্ধকে পুলিশের ধাক্কা, উত্তপ্ত নিউ ইয়র্ক


কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলাকালে ৭৫ বছরের এক বৃদ্ধকে পুলিশের ধাক্কা দেওয়ার ঘটনায় এবার উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। ব্যাপক সমালোচনার মুখে অভিযোগ ওঠা পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

নিউ ইয়র্কের বাফেলো এলাকার এক রেডিও স্টেশনের সাংবাদিকের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, সড়কে দাঙ্গা পুলিশের একটি দল মার্চ করে যাচ্ছিল। এসময় ৭৫ বছরের ওই ব্যক্তি পুলিশের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করলে এক পুলিশ কর্মকর্তা তাকে ব্যাটন দিয়ে আঘাত করে। পাশে থাকা দ্বিতীয় কর্মকর্তা ধাক্কা দিলে ওই বৃদ্ধ রাস্তায় পড়ে যান এবং মাথায় আঘাত পান। এসময় তার মাথা থেকে রক্তপাত শুরু হয়।

বাফেলোর মেয়র বায়রন ব্রাউন জানিয়েছেন, ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল। তবে তার অবস্থা গুরুতর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে এবং পুলিশের নির্যাতনের বিরুদ্ধে মিছিল করে।

নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রিউ কুমো এই ঘটনাকে পুরোপুরি অযাচিত ও চরম অমর্যাদাকর’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, ‘পুলিশ কর্মকর্তারা অবশ্যই আইনের প্রয়োগ করবেন, তবে অপব্যবহার নয়।’

বাফেলো পুলিশ কমিশনার বায়রন লকউড ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই