আন্তর্জাতিক

মাস্ক না পরায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা


করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন দেশে মাস্ক পরার বাধ্যতামূলক বিধান চালু হচ্ছে। নিয়ম না মানলে শাস্তির মুখেও পড়তে হচ্ছে অনেককে। তাই বলে কোনো একটি দেশের প্রধানমন্ত্রীকে শাস্তি দেওয়া হবে এমনটা ভাবা সহজ নয়। কিন্তু এমনই পরিস্থিতির শিকার হয়েছে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়োকো বোরিসোভ।


দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চার্চ পরিদর্শনের সময় সুরক্ষামূলক মাস্ক পরার আদেশ অমান্য করায় প্রধানমন্ত্রীকে ১৭৪ মার্কিন ডলার জরিমানা করা হয়। শুধু প্রধানমন্ত্রী নয়, ওই আয়োজনে মাস্ক ছাড়া যারা যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককেই জরিমানা করা হবে।

বলকান অঞ্চলে করোনা পরিস্থিতি দিনে দিনে খারাপই হচ্ছে। বুলগেরিয়ার অবস্থাও ভালো নয়। গত সোমবার দেশটির সকল ঘরোয়া আয়োজনে মাস্ক পরার বাধ্যবাধকতা জারি করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ। প্রধানমন্ত্রী এই আদেশ অমান্য করেন।

মঙ্গলবার রাজধানী সোফিয়ার দক্ষিণে রিলা পার্বত্য এলাকায়  হাজার বছরের ঐতিহ্যবাহী পুরোনো গির্জা দেখতে যান প্রধানমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন সাংবাদিক, ফটোগ্রাফার ও ক্যামেরাপার্সন। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা অনেককেই মাস্ক পরতে দেখা যায়নি। তাদের সবাইকে জরিমানার মুখে পড়তে হবে।

এলএ/বাংলা টাইমস/এন/এইচ