সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা (এসপিএ) সোমবার ভোর রাতে জানিয়েছে, মেডিক্যাল চেক-আপের জন্য ৮৪ বছর বয়সী বাদশাহ সালমানকে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিত্তাশয়ের (গলব্লাডার) প্রদাহের কারণে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে এসপিএ। তবে এ নিয়ে আর বিস্তারিত কিছু জানায়নি তারা। ২০১৫ সাল থেকে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারী দেশ সৌদি আরবের বাদশাহ হিসেবে দেশ শাসন করছেন সালমান।
এর আগে ২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি সময় ধরে তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদ অঞ্চলের গভর্নর ছিলেন তিনি। বাদশা সালমানের ৩৪ বছর বয়সী পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমানই মূলত সৌদি আরবের শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এলএ বাংলা টাইমস/এম/বিএইচ