আন্তর্জাতিক

আফগানিস্তানে কারাগারে হামলা, নিহত ২৪

পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের একটি কারাগারে ইসলামিক স্টেটের যোদ্ধাদের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনী বন্দুকযুদ্ধে অন্তত ২৪ জন নিহত হয়েছে। সোমবার রাতভর এই বন্দুকযুদ্ধ চলাকালে বিপুল সংখ্যক কয়েদি কারাগার থেকে পালিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার বিকেলে কারাগারের প্রবেশ মুখে গাড়ি বোমার বিস্ফোরণের মধ্য দিয়ে হামলার সূত্রপাত। এর পরপরই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা শুরু করে আইএস।

নানগরহার প্রদেশের আইনপ্রণেতা সোহরাব কাদেরি জানান, কারাগারে হামলার সঙ্গে ৩০ সন্ত্রাসী জড়িত ছিল। পালানোর সময় প্রায় দুই হাজার বন্দিকে আটক করা হয়েছে।

সরকারের মুখপাত্র আতাউল্লাহ খাগানি জানান, বন্দুকযুদ্ধে তিন সন্ত্রাসী নিহত হয়। এছাড়া ২১ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত এবং ৪৩ জন আহত হয়েছে।

তিনি জানান, পালিয়ে যাওয়া বন্দিদের আটক করতে অতিরিক্ত পুলিশ মাঠে নামে এবং সোমবার দুপুরের মধ্যে প্রায় এক হাজার বন্দিকে আটক করা হয়। এখনও কতজন পলাতক আছে সে বিষয়ে কিছু জানাননি খাগানি।

 সোহরাব কাদেরি বলেন, ‘পুরো জালালাবাদ শহরে কারফিউ জারি করা হয়েছে, দোকানপাট সব বন্ধ। জালালাবাদ এখন পুরোপুরি ফাঁকা।

এক বিবৃতিতে ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই