আন্তর্জাতিক

করোনাতে মৃত্যুর সংখ্যা ‘গোপন করেছে’ ইরান

করোনাভাইরাস মহামারিতে ইরান দেশটিতে মৃত্যুর প্রকৃত তথ্য লুকিয়েছে। এমনটাই দাবি করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। জানা যায় সরকারের হালনাগাদ করা সংখ্যার চেয়ে এটি প্রায় তিনগুণ বেশি।


ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০ জুলাই পর্যন্ত ইরানে ১৪,৪০৫ জন করোনায় মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ২৭৮,৮২৭ জন। তবে ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, প্রকৃত মৃতের সংখ্যা এ সময়ে প্রায় ৪২,০০০ জন ও আক্রান্ত ৪৫১,০২৪ জন।

এছাড়া প্রকাশিত ডাটা থেকে জানা যায়, করোনায় ইরানে প্রথম মৃত্যু হয় ২২ জানুয়ারি। যা অফিসিয়াল ঘোষণার প্রায় এক মাস আগের কথা। তখন একটি করোনা সংক্রমণের ঘটনাও স্বীকার হয়নি ইরানের পক্ষ থেকে। যখন ১৯ ফ্রেব্রুয়ারি প্রথম করোনায় মৃত্যুর কথা বলা হয়, ততদিনে মৃত্যু হয় ৫২ জনের।

অপ্রকাশিত সূত্রটি আরও তথ্যপ্রকাশ করে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়কে চাপে রাখছে দেশটির নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো। যদিও ইরানের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নিয়মিত যথাযথ তথ্যই প্রকাশ করছে তারা।

এলএবাংলাটাইমস/এনএইচ