আন্তর্জাতিক

লেবাননকে অর্থ সাহায্য করতে বিশ্বনেতাদের ভিডিও কনফারেন্স


লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল পাঁচদিন আগে।  এতে মারা যায় অন্তত ১৫৮ জন। আহত হন ৬ হাজার। গৃহহীন হয়েছেন প্রায় ৩ লাখ। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।


তাই দেশটিকে আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁখো। এজন্য রোববার (৯ আগস্ট) বিশ্বনেতারা ভিডিও কনফারেন্সে যোগ দিচ্ছেন।

ইতালি, স্পেন, চায়না, জার্মানি,  সৌদি আরব, জাতিসংঘ ও ইউরোপীয় কাউন্সিলের প্রতিনিধিরা থাকবেন আলোচনায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কথা বলবেন সম্মেলনে। লেবাননের জন্য তহবিল সংগ্রহ এই আলোচনার লক্ষ্য।

বৈরুতের বন্দর এলাকায় মজুত অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণের পর সেখান দুঃখের ছায়া বিরাজ করেছে।এমন ধ্বংসযজ্ঞের মধ্যেই শনিবার রাস্তায় নেমে এসেছিল সেখানের বাসিন্দারা। এ ধরনের বিস্ফোরণের জন্য তারা ক্ষমতাসীন শ্রেণিকে দায়ী করছেন। 

ইতোমধ্যে যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে, জরুরি মানবিক সহায়তা হিসেবে লেবাননকে বাড়তি ২০ মিলিয়ন পাউন্ড সাহায্য করা হবে। এর আগে ৫ মিলিয়ন পাউন্ড সহায়তার কথা বলা হয়েছিল।