খননকাজ করার সময় ইসলামী স্বর্ণযুগের কলস ভর্তি স্বর্ণের মুদ্রা পাওয়া গেছে ইসরায়েলের ইয়াভনে। সোমবার (২৪ আগস্ট) ইসরায়েল অ্যান্টিকস অথোরিটি জানান, খননকাজ চলাকালে এক কিশোর স্বেচ্ছাসেবী কলস ভর্তি স্বর্ণ মুদ্রা খুঁজে পেয়েছে। এরমধ্যে অধিকাংশ মুদ্রাই ১১০০ বছর পুরনো আব্বাসীয় আমলের।
ইসরায়েলের অ্যান্টিকস অথোরিটির দুই প্রত্নতত্ত্ববিদ লিয়াত নাদাভ-জিভ এবং এলিয়ে হাদাদ এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, মোট ৪২৫ টি অত্যন্ত দুর্লভ প্রাচীন স্বর্ণ মুদ্রা পেয়েছেন তারা। প্রতিটি মুদ্রা খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি।
তাছাড়া, উদ্ধার হওয়া সম্পদের মধ্যে ছোট আকারের স্বর্ণ মুদ্রার অনেক টুকরাও রয়েছে। সেই আমলে এগুলো স্বল্প মূল্যের মুদ্রা ছিলো বলে ইসরায়েলি বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন।
খননকাজে যুক্ত কিশোর স্বেচ্ছাসেবী অযি কহেন বলেন, এটা খুবই আশ্চর্য একটি ঘটনা। আমি মাটি খোঁড়ার এক পর্যায়ে পাতার মতো একটি জিনিস দেখতে পাই। ভালো করে লক্ষ্য করার পর দেখতে পারি এগুলো মূলত স্বর্ণ মুদ্রা। এমন দুর্লভ ও প্রাচীন জিনিস খুঁজে পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত।
নবম শতাব্দীর শেষ সময়টা ছিল আব্বাসীয় খিলাফতে স্বর্ণযুগ। ওই সময় সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার ঘটেছিলো।
অ্যান্টিকস অথোরিটির অন্যতম মুদ্রা বিশেষজ্ঞ রবার্ট কুল জানিয়েছেন, উদ্ধার হওয়া স্বর্ণ মুদ্রাগুলোতে যে সংকেত বা চিহ্ন দেখা গেছে তা থেকে মনে করা হচ্ছে এগুলো আব্বাসীয় খিলাফতের সময়ের। যদিও এ বিষয়ে আরো গবেষণা এবং বিশ্লেষণের প্রয়োজন আছে।
ইসরায়েলের বিভিন্ন স্থানে এর আগেও বিভিন্ন সময় বহু প্রাচীন স্বর্ণমুদ্রা এবং অন্যান্য প্রাচীন সম্পদ আবিষ্কার হয়েছে। ২০১৫ সালে প্রাচীন বন্দর শহর সিয়েসারিয়ায় গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন জাভিকা ফায়ের নামে এক স্কুভা ডাইভার।
এলএবাংলাটাইমস/ওএম
ইসরায়েলের অ্যান্টিকস অথোরিটির দুই প্রত্নতত্ত্ববিদ লিয়াত নাদাভ-জিভ এবং এলিয়ে হাদাদ এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, মোট ৪২৫ টি অত্যন্ত দুর্লভ প্রাচীন স্বর্ণ মুদ্রা পেয়েছেন তারা। প্রতিটি মুদ্রা খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি।
তাছাড়া, উদ্ধার হওয়া সম্পদের মধ্যে ছোট আকারের স্বর্ণ মুদ্রার অনেক টুকরাও রয়েছে। সেই আমলে এগুলো স্বল্প মূল্যের মুদ্রা ছিলো বলে ইসরায়েলি বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন।
খননকাজে যুক্ত কিশোর স্বেচ্ছাসেবী অযি কহেন বলেন, এটা খুবই আশ্চর্য একটি ঘটনা। আমি মাটি খোঁড়ার এক পর্যায়ে পাতার মতো একটি জিনিস দেখতে পাই। ভালো করে লক্ষ্য করার পর দেখতে পারি এগুলো মূলত স্বর্ণ মুদ্রা। এমন দুর্লভ ও প্রাচীন জিনিস খুঁজে পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত।
নবম শতাব্দীর শেষ সময়টা ছিল আব্বাসীয় খিলাফতে স্বর্ণযুগ। ওই সময় সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার ঘটেছিলো।
অ্যান্টিকস অথোরিটির অন্যতম মুদ্রা বিশেষজ্ঞ রবার্ট কুল জানিয়েছেন, উদ্ধার হওয়া স্বর্ণ মুদ্রাগুলোতে যে সংকেত বা চিহ্ন দেখা গেছে তা থেকে মনে করা হচ্ছে এগুলো আব্বাসীয় খিলাফতের সময়ের। যদিও এ বিষয়ে আরো গবেষণা এবং বিশ্লেষণের প্রয়োজন আছে।
ইসরায়েলের বিভিন্ন স্থানে এর আগেও বিভিন্ন সময় বহু প্রাচীন স্বর্ণমুদ্রা এবং অন্যান্য প্রাচীন সম্পদ আবিষ্কার হয়েছে। ২০১৫ সালে প্রাচীন বন্দর শহর সিয়েসারিয়ায় গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন জাভিকা ফায়ের নামে এক স্কুভা ডাইভার।
এলএবাংলাটাইমস/ওএম