আন্তর্জাতিক

জার্মানিতে করোনাবিরোধী বিক্ষোভ, আটক ৩০০

জার্মানিতে মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আরোপিত বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এরইমধ্যে বার্লিনের পুলিশ ৩০০ আন্দোলনকারীকে আটক করেছে। এর মধ্যে একটি শোভাযাত্রা থেকেই প্রায় ২০০ জনকে আটক করা হয়।

বিক্ষোভকারীরা পাথর ও বোতল নিক্ষেপ করেছিলেন বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। জার্মানিতে প্রায় ৩৮ হাজার মানুষ সড়কে নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ করছেন।

ইউরোপের আরও কয়েকটি শহরে এরকম বিক্ষোভ হয়েছে। করোনাভাইরাস সম্পর্কিত বিধিনিষেধ ও ৫জি নিয়ে বিক্ষোভ হয়েছে লন্ডনের ট্রাফালগার স্কয়ারে। একই ধরনের বিক্ষোভ হয়েছে প্যারিস, ভিয়েনা ও জুরিখেও।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই