আন্তর্জাতিক

আগস্টে করোনায় আক্রান্ত-মৃতের সংখ্যায় বিশ্বে শীর্ষে ভারত

গত মাস আগস্টে ভারতে প্রায় ২০ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন, মহামারি শুরুর পর এক মাসে যা কোনও দেশে সর্বোচ্চ। একই সময়ে ২৮ হাজার ভারতীয় মারা গেছেন, এই পরিসংখ্যানেও শীর্ষে ভারত।

৩৬ লাখ ৯১ হাজারের বেশি আক্রান্ত নিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে তৃতীয় স্থানে ভারত। মৃত্যুর তালিকাতেও দুই দেশের পরে দক্ষিণ এশিয়ার দেশটি, প্রাণহানি ৬৫ হাজার ছাড়িয়েছে।

মার্চে শুরু হওয়া লকডাউনের কারণে লাখ লাখ লোক বেকার হয়ে পড়েছেন। অর্থনীতিও নিম্নমুখী। এ কারণে করোনার বিধিনিষেধ তুলে নিতে শুরু করেছে সরকার। তাদের এই সিদ্ধান্তে প্রতিনিয়ত বাড়ছে করোনার সংক্রমণ।

সরকারি হিসাব অনুযায়ী আগস্টে প্রতিদিন গড়ে ৬৪ হাজার রোগী শনাক্ত হয়েছে, গড় হিসাবে জুলাইয়ের তুলনায় ৮৪ শতাংশ বেশি। এই সময়ে প্রতিদিন গড়ে ৪৭ হাজার রোগী পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে।

অনেক গ্রাম এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়া ও পরীক্ষার হার বাড়ানোর কারণে এই পরিসংখ্যান ঊর্ধ্বমুখী বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও ওড়িষায় হঠাৎ করে সংক্রমণ বেড়ে গেছে। করোনার উপকেন্দ্রে পরিণত হওয়া মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছুঁই ছুঁই।

অবশ্য সুস্থতার হারও বেশ আশাব্যঞ্জক, প্রায় ৭৭ শতাংশ। মৃত্যুহারও কমতে শুরু করেছে, ঠিক দুই শতাংশের নিচে।

সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা আড়াই কোটি পেরিয়ে গেছে এবং মৃত্যু সাড়ে আট লাখের বেশি।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই