আন্তর্জাতিক

অবশেষে গ্রেফতার হলেন রিয়া চক্রবর্তী

অনেক নাটকীয়তার পর গ্রেফতার করা হলো প্রয়াত বলিউড নায়ক সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। টানা তৃতীয় দিন জিজ্ঞাসাবাদের পর মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রিয়াকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। 

বলিউডের তরুণ ও সম্ভাবনাময় নায়ক সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা মামলার মূল আসামী রিয়া চক্রবর্তী। সুশান্তর বাবা ছেলের মৃত্যুর জন্য রিয়া চক্রবর্তীকে দায়ী করে মামলা করার পর তদন্ত শুরু হয়। 

মূলত মাদক মামলায় ফেঁসে গেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিযোগ উঠেছে, রিয়া ও তার ভাই সৌভিক সুশান্তকে মাদক দিয়েছিলেন। ইতোমধ্যে রিয়ার ভাই শৌভিক ও সুশান্তের ম্যানেজার মিরান্ডা ও স্টাফ দীপেশকে গ্রেফতার করা হয়েছে। এরপর গত তিনদিন পরপর জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। 

রিয়া চক্রবর্তী গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সেবন করতেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাছাড়া মাদকের সাথে সম্পৃক্ত প্রায় ২৫ জন বলিউড তারকার নামও জিজ্ঞাসাবাদে জানিয়েছেন রিয়া এবং সৌভিক। কয়েকদিনের মধ্যে বলিউডের এই তারকাদের তলব করবে এনসিবি। 

রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানসিন্দে বলেন, রিয়ার সাথে পরিচয় হওয়ার অনেক আগে থেকেই সুশান্ত মাদকাসক্ত ছিলেন। ২০১৬- ২০১৭ সালে কেদারনাথ সিনেমার শ্যুটিং এ নিয়মিত গাঁজা খেতেন সুশান্ত। রিয়া তার জীবনে আসার পর সুশান্ত মাদকাসক্ত হয়েছিলেন, এমন নয়। চিকিৎসকদের বারণ সত্ত্বেও সুশান্ত মাদক গ্রহণ করতেন।

এলএবাংলাটাইমস/ওএম