নেপালে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত ২১ জন।
রোববার (১৩ সেপ্টেম্বর) নেপালের দুইটি গ্রামে ভূমিধসের ঘটনায় এই প্রাণহানি হয়েছে। এছাড়াও এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে ও ১১টি বাড়ি ধসে গেছে।
নেপালের এক সরকারি কর্মকর্তার বরাতে জানা যায়, রাজধানী কাঠমান্ডু থেকে ১০০ কিলোমিটার পূর্বে তিব্বত সীমান্তবর্তী বারাহবিস গ্রামে ব্যাপক ভূমিধসে চাপা পড়েছে অনেক বাড়িঘর। এতে ওই গ্রামে ১০ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে ২১ জন। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় গ্রাম বাগলাংয়ে ভূমিধসে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
ভূমিধসে নিখোঁজদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, দুটি ভূমিধসই ভোরের আগে ঘটেছে। এর ফলে লোকজন নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারেনি।
এবারের বর্ষা মৌসুমে নেপাল, ভারত ও বাংলাদেশে বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে নেপালে প্রচুর ভূমিধসের ঘটনা ঘটছে। ২০২০ সালে এখন পর্যন্ত ১৭টি ভূমিধসের ঘটনায় ৫৫ জনের মৃত্যু হয়েছে নেপালে।
এলএবাংলাটাইমস/ওএম
রোববার (১৩ সেপ্টেম্বর) নেপালের দুইটি গ্রামে ভূমিধসের ঘটনায় এই প্রাণহানি হয়েছে। এছাড়াও এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে ও ১১টি বাড়ি ধসে গেছে।
নেপালের এক সরকারি কর্মকর্তার বরাতে জানা যায়, রাজধানী কাঠমান্ডু থেকে ১০০ কিলোমিটার পূর্বে তিব্বত সীমান্তবর্তী বারাহবিস গ্রামে ব্যাপক ভূমিধসে চাপা পড়েছে অনেক বাড়িঘর। এতে ওই গ্রামে ১০ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে ২১ জন। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় গ্রাম বাগলাংয়ে ভূমিধসে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
ভূমিধসে নিখোঁজদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, দুটি ভূমিধসই ভোরের আগে ঘটেছে। এর ফলে লোকজন নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারেনি।
এবারের বর্ষা মৌসুমে নেপাল, ভারত ও বাংলাদেশে বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে নেপালে প্রচুর ভূমিধসের ঘটনা ঘটছে। ২০২০ সালে এখন পর্যন্ত ১৭টি ভূমিধসের ঘটনায় ৫৫ জনের মৃত্যু হয়েছে নেপালে।
এলএবাংলাটাইমস/ওএম