আন্তর্জাতিক

মাস্ক পড়তে অস্বীকৃতি: করোনায় মৃতদের জন্য খুঁড়তে হলো কবর

মাস্ক পড়তে অস্বীকৃতি জানানোয় ইন্দোনেশিয়ায় আটজনকে অভিনব শাস্তি দিয়েছে দেশটির এক বিচারক। দেশটির গণমাধ্যম সূত্র জানিয়েছে, এন্টি-মাস্ক গ্রুপের আটজন সদস্যকে দিয়ে করোনাভাইরাসে মৃতদের জন্য খবর খোঁড়ানো হয়েছে। 

এই ব্যাপারে বিচারক সুয়োনো জানিয়েছেন, স্থানীয় কবরস্থানে কর্মচারী সংকট দেখা দিয়েছে। তাই আটজনকে এই ধরণের শাস্তি দেওয়ার কথা আমার মাথায় আসে।  একটি কবর খুঁড়তে দুইজনকে দায়িত্ব দেওয়া হয়। এরমধ্যে একজন খবর খুঁড়বেন এবং আরেকজন এর জন্য প্রয়োজনীয় বাঁশ ও কাঠ প্রস্তুত করবেন। 

সুয়ানো বলেন, 'আশা করি মাস্ক ভায়োলেশনের বিরুদ্ধে এই শাস্তিটি কার্যকরী হবে'। 

এর আগেও করোনাভাইরাসের স্বাস্থ্যবিধি অমান্য করায় বেশ কয়েকজনকে ড্রেন পরিষ্কার করার শাস্তি দেওয়া হয়েছিলো দেশটিতে।

করোনাভাইরাসের কারণে ইন্দোনেশিয়ায় এপ্রিলের পাঁচ তারিখ থেকে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ২১ হাজার বাসিন্দা। এরমধ্যে মারা গেছেন ৮,৮৪১ জন। 

এলএবাংলাটাইমস/ওএম