আন্তর্জাতিক

ভারতে ১০ কোটি ডোজ ভ্যাকসিন বিক্রি করবে রাশিয়া

রাশিয়ার ভ্যাকসিন গবেষণায় মূল অর্থায়নকারী প্রতিষ্ঠান রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) জানিয়েছে, ভারতীয় ওষুধ প্রস্তুতকারক ডা. রেড্ডি'স ল্যাবরেটরিজ এর সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় ভারতে নিজেদের উৎপাদিত করোনাভাইরাস ভ্যাকসিনের ১০ কোটি ডোজ সরাসরি সরবরাহ করবে রাশিয়া।


বুধবার এক ঘোষণায় তারা এ কথা জানায়। খবর রয়টার্সের। 

আরডিআইএফ হচ্ছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল। পাশাপাশি সংস্থাটি ভারতের উৎপাদকদের সঙ্গে স্পুতনিক-ভি ভ্যাকসিনের মোট ৩০ কোটি ডোজ উৎপাদনের চুক্তি করেছে। 

তৃতীয় বা শেষধাপের পরীক্ষা শেষ না করেই স্থানীয়ভাবে উৎপাদিত ভ্যাকসিনের অনুমোদন দিয়েছিল রাশিয়া। কিন্তু, ভারতে জনসাধারণের মধ্যে প্রয়োগের আগে এটির শেষধাপের বড় পরিসরের পরীক্ষা চালাতে হবে। 

ভারতে স্পুতনিক- ভি'র ক্লিনিক্যাল এ ট্রায়াল পরিচালনা করবে দেশটির অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারক ডা. রেড্ডি'স। পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তীতে অনুমোদনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের কেন্দ্রীয় ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ। অনুমোদন পেলে চলতি বছর বা ২০২০ সালের শেষদিকেই ভারতের বাজারে পাওয়া যাবে রুশ ভ্যাকসিনটি। তার আগে অবশ্য ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিষেধকটির নিবন্ধনও নিতে হবে। 

তবে রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রেক্ষিতে ডা. রেড্ডিস- এর কো-চেয়ারম্যান জি ভি প্রসাদ জানান, রুশ ভ্যাকসিণটির প্রথম এবং দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল আশাব্যঞ্জক ছিল। 

তৃতীয় স্তরে ভ্যাকসিনের সুরক্ষা এবং কার্যকারিতা যাচাইয়ে দশ হাজারের বেশি স্বেচ্ছাসেবীর দেহে বড় পরিসরে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন দেওয়া হয়। কিন্তু, রাশিয়াই প্রথম দেশ যারা এ ধারাবাহিকতা ভঙ্গ করে নতুন করোনাভাইরাস মোকাবিলায় স্পুতনিক-ভি'র অনুমোদন দেয়। দেশটির এ পদক্ষেপ নিয়ে উদ্বেগ তৈরি হয় চিকিৎসক মহলে। অনেক শীর্ষ বিশেষজ্ঞই এর কার্যকারিতা নিয়ে সন্দেহ পোষণ করেছেন।  

তবে এখন পর্যন্ত এ ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে কোনো নেতিবাচক ফলাফল দেখা যায়নি।






 এলএ বাংলা টাইমস/এমকে