আন্তর্জাতিক

করোনায় মারা গেলেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার কেনজো তাকাদা

করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন জাপানি-ফরাসি ফ্যাশন ডিজাইনার ও বিশ্বখ্যাত ব্র‍্যান্ড কেনজোর প্রতিষ্ঠাতা কেনজো তাকাদা। রবিবার (৪ অক্টোবর) প্যারিসের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে কেনজো তাকাদার বয়স হয়েছিলো ৮১ বছর। 

কেনজো তাকাদার ব্র‍্যান্ড ম্যানেজার ও মুখপাত্র স্থানীয় গণমাধ্যমে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

কেনজো তাকাদার মৃত্যু ঘোষণার বিবৃতিতে জানানো হয়, করোনাভাইরাসের কারণে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ও ল্যাক্সারি কে-থ্রি ব্র‍্যান্ডের প্রতিষ্ঠাতা কেনজো তাকাদা ৮১ বছর বয়সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্র‍্যান্সের প্যারিসে হয়ে গেছেন'। 

১৯৭০ সালের প্রথমদিকে গুণী ও আধুনিক আর্টিস্ট কেনজো ফ্যাশন ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করেন। চড়া রং ও ব্যতিক্রমী ডিজাইন খুব দ্রুতই সেই সময়ের ফ্যাশন সচেতন মানুষদের নজর কাড়ে।মূলত ভ্রমণপিয়াসী ব্যক্তি ছিলেন কেনজো, ফলে নিজের তৈরি পোষাকের ডিজাইনে বিশ্বের বিভিন্ন সংস্কৃতির বৈচিত্র‍্য তুলে ধরেন তিনি। 

পরবর্তীতে তৈরি পোষাকের ডিজাইনের পাশাপাশি  কেনজো ব্র‍্যান্ড প্রতিষ্ঠা করেন তিনি। খুব দ্রুতই বিশ্বব্যাপী বেশ কয়েকটি ব্র‍্যান্ডশপ চালু হয়ে যায়। এরপর একে একে পারফিউম ও ম্যাগাজিনের ব্র‍্যান্ড চালু করেন কেনজো।

কেনজোর সহকর্মী জনাথন বোখেট কেনজো তাকাদাকে আধুনিক ফ্যাশনের পৃষ্ঠপোষক উল্লেখ করে বলেন, জাপানের সংস্কৃতি, পাশ্চাত্য ও মধ্যপ্রাচ্যের রঙ্গিন বৈচিত্র‍্য নিয়ে কেনজো কাজ করতেন। তিনি ছিলেন তাঁর ডিজাইনের মতোই রঙ্গীন এক ব্যক্তিত্ব। 

 এলএবাংলাটাইমস/ওএম