আন্তর্জাতিক

করোনা ভাইরাস নিয়ে চীনের নতুন দাবি

প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে নতুন তথ্য দাবি করলো চীন। দেশটির ভাষ্য, গত বছরের শেষের দিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনার আবির্ভাব ঘটে। কিন্তু একমাত্র চীনই এই ভাইরাসের কথা প্রথম বিশ্বকে জানায়।

শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র হুয়া ছুনইং এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা সবাই জানি গত বছরের শেষ নাগাদ বিশ্বের বিভিন্ন জায়গায় এই মহামারী ছড়িয়ে পড়ে, তখন চীনই প্রথম এই প্রাদুর্ভাবের কথা জানায়। এর জীবাণু চিহ্নিত করে এবং জিনোম সিকোয়েন্স বিশ্বের সঙ্গে শেয়ার করে।

এছাড়া এই ভাইরাস চীনের উহানের একটি ল্যাব থেকে ছড়িয়েছিল বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেছে দেশটি। সেইসঙ্গে মধ্য চীনের উহান শহরের একটি সামুদ্রিক বাজার থেকে এই ভাইরাসের উৎপত্তি ঘটেছিল বলে যে দাবি করা হচ্ছে সেটিও নাকচ করে।

ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টি করোনা ভাইরাস নিয়ে তথ্য গোপন করেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এমন অভিযোগের পর চীনের পক্ষ থেকে নতুন করে এই দাবি করা হলো।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই