আন্তর্জাতিক

বিক্ষোভকারীদের থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হুমকি

থাইল্যান্ডে রাজতন্ত্রের বিরুদ্ধে চলা বিক্ষোভ থামাতে সবধরনের আইনানুগ ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা।

ওচা বলেছেন, পরিস্থিতির উন্নতি না হওয়ায় আরও সহিংসতা বৃদ্ধির ঝুঁকি রয়েছে। ফলে আমাদের দেশ এবং প্রিয় রাজতন্ত্রের ক্ষতি হতে পারে। তাই সরকার সকল বিক্ষোভকারীর বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। খবর গার্ডিয়ানের।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা।

রাজতন্ত্রের সংস্কার ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে গেল কয়েক মাস ধরে দেশটিতে চলা বিক্ষোভ সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে। গেল মঙ্গলবার বিক্ষোভকারীদের চাহিদা অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য থাইল্যান্ডের সংসদে বিতর্ক হয়।

সংসদে অধিবেশন চলাকালে হাজার-হাজার বিক্ষোভকারী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এসময় পুলিশ গুলিতে প্রায় ১০ জন আহত হয়।

তবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেনাল কোডের ১১২ নম্বর ধারা ব্যবহার করা হবে কি না তা প্রধানমন্ত্রীর বিবৃতিতে স্পষ্ট করা হয়নি। ওই ধারায় রাজতন্ত্রের সমালোচনা নিষিদ্ধ করা হয়েছে। এই ধারা ভঙ্গকারীদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে দেশটিতে।   এলএবাংলাটাইমস/এলআরটি/আই