আন্তর্জাতিক

আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে দফায় দফায় রকেট হামলা

আফগানিস্তানের উত্তর কাবুলে এক মার্কিন ঘাঁটিতে পাঁচ দফায় রকেট হামলার ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শাহকার জানান, আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় পারওয়ান প্রদেশের বাগরাম ঘাঁটিতে সকাল ৬ টা নাগাদ পাঁচটি রকেট আঘাত হানে।

তবে এই হামলায় কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।

ওয়াহিদা শাহকার আরো জানান, হামলা করার জন্য ব্যবহৃত গাড়িতে আরো ৭টি রকেট ছিল। পুলিশ পরবর্তীতে তা নিষ্ক্রিয় করে।

কর্মকর্তারা জানান, সোমবার সকালে বাগরাম ঘাঁটিতে রকেট ছোঁড়া হয়েছে। প্রাথমিক তদন্তে কোন হতাহত এবং ঐ ঘাঁটিতেও তেমন ক্ষতি হয়নি।

এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।   এলএবাংলাটাইমস/এলআরটি/আই