আন্তর্জাতিক

কঙ্গোয় সশস্ত্র বিদ্রোহীদের হামলা, নিহত ৪৬

আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) উত্তরপূর্ব অংশে সশস্ত্র বিদ্রোহী গ্রুপের হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। স্থানীয় এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ইরুমু অঞ্চলের একটি গ্রামে ওই হামলার ঘটনার পর সেখানে স্থানীয় নিরাপত্তারক্ষীদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আদিও গিদি।

ধারণা করা হচ্ছে, বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) এ হামলা চালিয়েছে।

স্থানীয় একজন এনজিও নেতা এএফপিকে জানিয়েছেন, নিহতরা সবাই পিগমি জাতি গোষ্ঠীর।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৯ সালের শুরু থেকে জাতিসংঘের কর্মকর্তাসহ উত্তরপূর্ব কঙ্গোর প্রায় এক হাজার সাধারণ মানুষকে হত্যা করেছে উগান্ডার এই সশস্ত্র বিদ্রোহী গ্রুপ। ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে কঙ্গোতে গৃহযুদ্ধের অবসান হলেও বহু সশস্ত্র গোষ্ঠী এখনও সক্রিয়।