আন্তর্জাতিক

করোনা বিভক্ত পৃথিবীর ফাটলকে প্রকাশ করেছে: আন্তোনিও গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, করোনা ভাইরাস দ্বিধা-বিভক্ত পৃথিবীর ফাঁটলকে স্পষ্ট করে সামনে এনেছে। শুক্রবার মিউনিখে তিনি সংশয় প্রকাশ করেছেন, করোনা মহামারির চেয়েও এই বিভাজন ও ফাঁটল ধরা সম্পর্কের বাস্তবতা বেশি ভয়ঙ্কর।

নিরাপত্তা পরিষদের সম্মেলনে গুতেরেস বলেন, জনস্বাস্থ্য এখন সবচেয়ে বড় ও জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ। টিকা নিয়ে বৈষম্য এখন স্পষ্ট হয়ে উঠেছে। এ ক্ষেত্রে বৈষম্য দূর করতে না পারলে করোনার মহামারি বিশ্ব থেকে দূর করা যাবে না। তিনি বলেন, বিশ্বের ১০টি ধনী দেশ করোনার ৭৫ ভাগ টিকা নিজেদের কুক্ষিগত করে রেখেছে। আর শতাধিক গরিব দেশে এখন পর্যন্ত টিকার একটি ডোজও পৌঁছায়নি। এভাবে বিশ্ব থেকে করোনা নির্মূল সম্ভব না। শতভাগ টিকাদান করলেও অন্য দেশ থেকে আবারও এটির সংক্রমণ হতে পারে, তাই সবার উচিৎ এ ক্ষেত্রে বৈষম্য দূর করা।

সভায় জাতিসংঘের মহাসচিবসহ অন্যান্য নেতারা আরও একবার বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মহামারি মোকাবিলায় বৈশ্বিক ঐক্যের ওপর গুরুত্ব দেন। গুতেরেস বলেন, কোভিড-১৯ গোটা পৃথিবীর এক্স-রে করেছে। আর তাতে করে পৃথিবীতে সম্পর্কের ফাঁটল ও ভঙ্গুর বাস্তবতা প্রকাশ পেয়েছে। এর মধ্য দিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো আরও প্রকট ও জটিল হচ্ছে। অন্যদিকে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় যে ঐক্য ও বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন সেটা নেই উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বৈশ্বিক সহায়তার ভঙ্গুরতা স্পষ্ট। সহযোগিতার যোগান অপর্যাপ্ত। আর এই চিড় ধরা ও ভঙ্গুরতার ভয়াবহতা মহামারিকেও ছাড়িয়ে যাবে।’