আন্তর্জাতিক

চীনে তিন ‘সন্ত্রাসীকে’ গুলি করে হত্যা করেছে পুলিশ

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরে শেনইয়াংয়ে তিন ‘ছুরিধারীকে’ গুলি করে হত্যা করেছে পুলিশ। তাদেরকে জিনজিয়াংয়ের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করা হয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
 
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার বিকালে পরিচালিত এই অভিযানে এক নারীও আহত হয়েছেন।
 
জিনজিয়াং প্রদেশের বেশিরভাগ জুড়ে মুসলিম উইঘুর জনগোষ্ঠী বসবাস করে। সম্প্রতি সেখানে বেশ কিছু হামলা ও সংঘাতের ঘটনা ঘটেছে। এসব ঘটনাকে পুলিশ সন্ত্রাসী কর্মকাণ্ড বলে চিহ্নিত করেছে। সূত্র: বিবিসি।