আন্তর্জাতিক

দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব গুতেরেস

দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে নিয়োগ পেলেন অ্যান্টনিও গুতেরেস। আজ শুক্রবার সংস্থার সাধারণ পরিষদের ১৯৩ সদস্য রাষ্ট্র এই নিয়োগ দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২২ সালের পহেলা জানুয়ারি থেকে গুতেরেসের দ্বিতীয় মেয়াদ শুরু হবে।

৭২ বছর বয়সী গুতেরেস ২০১৭ সালে বান কি মুনের পর জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন। ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন।

চলতি মাসের প্রথম দিকে গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচনের জন্য সুপারিশ করেছিল নিরাপত্তা পরিষদ। পরে সেই প্রস্তাব সাধারণ পরিষদের কাছে পাঠানো হয় অনুমোদনের জন্য।   এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]