জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে মধ্যপ্রাচ্যের সব দেশকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ। ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তি করার পর প্রথম আঞ্চলিক সফরের শুরুতে রবিবার কুয়েতে গিয়ে এ আহ্বান জানান জারিফ।
কুয়েতে ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ''এক দেশের ওপর হুমকি মানে সবার ওপর হুমকি। অন্যদের সাহায্য ছাড়া কোনো দেশ একা আঞ্চলিক সমস্যার সমাধান করতে পারবে না।''
জারিফ আরো বলেন, ''এ অঞ্চলে যারা চরমপন্থা, সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছে ইরান তাদের পেছনে আছে। এই অঞ্চলের দেশগুলোর জন্য আমাদের বার্তা হলো, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই একজোট হয়ে লড়তে হবে।''
আঞ্চলিক এ সফরে এক দিনেই তিন দেশ ভ্রমণের কথা রয়েছে জারিফের। কুয়েতের পর তিনি কাতার ও ইরাকে যাবেন। অধিকাংশ উপসাগরীয় দেশের আশঙ্কা, বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে চুক্তি ইরানের আঞ্চলিক প্রভাব আরো
কুয়েতে ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ''এক দেশের ওপর হুমকি মানে সবার ওপর হুমকি। অন্যদের সাহায্য ছাড়া কোনো দেশ একা আঞ্চলিক সমস্যার সমাধান করতে পারবে না।''
জারিফ আরো বলেন, ''এ অঞ্চলে যারা চরমপন্থা, সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছে ইরান তাদের পেছনে আছে। এই অঞ্চলের দেশগুলোর জন্য আমাদের বার্তা হলো, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই একজোট হয়ে লড়তে হবে।''
আঞ্চলিক এ সফরে এক দিনেই তিন দেশ ভ্রমণের কথা রয়েছে জারিফের। কুয়েতের পর তিনি কাতার ও ইরাকে যাবেন। অধিকাংশ উপসাগরীয় দেশের আশঙ্কা, বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে চুক্তি ইরানের আঞ্চলিক প্রভাব আরো