আন্তর্জাতিক

এক দিনে দ্বিতীয় প্রাদেশিক রাজধানী দখল তালেবানের

এক দিনের মধ্যে দ্বিতীয় প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে তালেবান। রোববার উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ দখলের পর উত্তরাঞ্চলীয় অপর প্রদেশ সার-ই-পুলের রাজধানী সার-ই-পুল দখল করে নিয়েছে সশস্ত্র সংগঠনটি।

সার-ই-পুলের প্রাদেশিক কাউন্সিলের সদস্য মোহাম্মদ হুসাইন মুজাহিদজাদা বলেন, ‘তালেবানে শহরের বাইরে এক সেনাঘাঁটি ঘিরে রেখেছে। শহরের অন্য সব অংশ তালেবানের নিয়ন্ত্রণে।’

প্রাদেশিক কাউন্সিলের অপর সদস্য মোহাম্মদ নুর রহমানি বলেন, ‘গভর্নর ভবন, পুলিশ দফতর ও ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটির দফতরসহ সরকারি দফতরগুলো তালেবান দখল করে নিয়েছে।’

এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র রুহুল্লাহ আহমদজাই এক ফেসবুক বার্তায় বলেছেন, আফগান স্পেশাল ফোর্স হারানো এলাকা পুনরুদ্ধারের অভিযানে তৈরি হচ্ছে।

এদিকে পশ্চিমে হেরাত ও দক্ষিণের লশকরগাহ ও কান্দাহারে আফগান বাহিনীর সাথে তালেবানের লড়াই অব্যাহত রয়েছে।

এর আগে শুক্রবার নিমরোজ প্রদেশের যারানজ ও শনিবার জাওযজান প্রদেশের রাজধানী শেবারগান দখল করে তালেবান। রোববার কুন্দুজ ও সার-ই-পুল দখলের মাধ্যমে চার প্রাদেশিক রাজধানী তালেবানের নিয়ন্ত্রণে এসেছে।

দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়।

এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় ১১ সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাই সময়সীমা আরো কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

মার্কিনিদের সাথে চুক্তি অনুসারে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সাথে তালেবানের সমঝোতায় আসার কথা থাকলে এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সমঝোতায় না পৌঁছানোর জেরে তালেবান আফগানিস্তানের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে শুরু করে। সমঝোতা না হওয়ার জন্য আফগান সরকারকে অভিযুক্ত করছে তালেবান।

এই পরিস্থিতিতে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়া শুরু করে তালেবান।

এরমধ্যে প্রতিবেশী দেশগুলোর সাথে গুরুত্বপূর্ণ সীমান্ত সংযোগসহ গ্রাম ও পার্বত্য অঞ্চলের বেশিরভাগই তালেবান দখল করে নিয়েছে।   এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]