আফগানিস্তানে এখন থেকে সরকারের অংশ হতে পারবে নারীরাও। তবে এক্ষেত্রে সবকিছু পরিচালিত হবে শরিয়া আইন অনুসারে।
মঙ্গলবার সংবাদমাধ্যমকে তালেবান সাংস্কৃতিক কমিশনের প্রধান এমানুল্লাহ সামাগনি একথা জানান। খবর আল-জাজিরার
এমানুল্লাহ বলেন, নতুন তালেবানি শাসনে নারীর ওপর অত্যাচার চলুক- আমরা তা চাই না। সবকিছু পরিচালিত হবে শরিয়তের আইন অনুসারে। শরিয়া আইন মেনে নারীদের সরকারে অংশ নেওয়া উচিত।
নারীরা প্রশাসন ও সরকারে অংশ নিতে চাইলে তাদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আমরা সব বৃত্তের প্রতিনিধি প্রশাসনে চাইছি।
এই তালেবান নেতা জানান, সরকারের কাঠামোর খসড়া এখনও তৈরি হয়নি। তবে অভিজ্ঞতার ভিত্তিতে ইসলামি নেতৃত্বে সবকিছু গড়ে তোলা হবে। সব পক্ষকেই এতে অংশ নেওয়া উচিত।
রোববার রাজধানী কাবুল দখল নেওয়ার পর থেকে আফগানিস্তানে নারীদের পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা আসছে। শান্তিতে নোবেলজয়ী মালালা ইসুফজাই উদ্বেগ প্রকাশ করেছেন সেখানে নারীর স্বাধীনতা নিয়ে।
আফগান প্রশাসনিক পদে যেসব নারী রয়েছেন তাদের ব্যাপারেও উদ্বেগ তৈরি হয়েছে। তবে তালেবান বলছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। নারীর অধিকার সুরক্ষিত হবে। এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
মঙ্গলবার সংবাদমাধ্যমকে তালেবান সাংস্কৃতিক কমিশনের প্রধান এমানুল্লাহ সামাগনি একথা জানান। খবর আল-জাজিরার
এমানুল্লাহ বলেন, নতুন তালেবানি শাসনে নারীর ওপর অত্যাচার চলুক- আমরা তা চাই না। সবকিছু পরিচালিত হবে শরিয়তের আইন অনুসারে। শরিয়া আইন মেনে নারীদের সরকারে অংশ নেওয়া উচিত।
নারীরা প্রশাসন ও সরকারে অংশ নিতে চাইলে তাদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আমরা সব বৃত্তের প্রতিনিধি প্রশাসনে চাইছি।
এই তালেবান নেতা জানান, সরকারের কাঠামোর খসড়া এখনও তৈরি হয়নি। তবে অভিজ্ঞতার ভিত্তিতে ইসলামি নেতৃত্বে সবকিছু গড়ে তোলা হবে। সব পক্ষকেই এতে অংশ নেওয়া উচিত।
রোববার রাজধানী কাবুল দখল নেওয়ার পর থেকে আফগানিস্তানে নারীদের পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা আসছে। শান্তিতে নোবেলজয়ী মালালা ইসুফজাই উদ্বেগ প্রকাশ করেছেন সেখানে নারীর স্বাধীনতা নিয়ে।
আফগান প্রশাসনিক পদে যেসব নারী রয়েছেন তাদের ব্যাপারেও উদ্বেগ তৈরি হয়েছে। তবে তালেবান বলছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। নারীর অধিকার সুরক্ষিত হবে। এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]