আন্তর্জাতিক

দূরপাল্লার নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

সপ্তাহান্তে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষার দাবি করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা অচলাবস্থার মধ্যে নিজেদের সামরিক ক্ষমতা সম্প্রসারণের লক্ষ্যে এই পরীক্ষা চালিয়েছে দেশটি।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি সোমবার জানিয়েছে, গত দুই বছর ধরে ক্রজ মিসাইলটির (ক্ষেপণাস্ত্র) উন্নয়ন কার্যক্রম চলছিল। গত শনি ও রোববার এটির সফল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্র ৯৩২ মাইল দূরের লক্ষবস্তুতে সফলভাবে আঘাত করতে পারে।

সফল পরীক্ষার পরে ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রে গিয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির বার্তাসংস্থাটি। তবে যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ক্ষেপণাস্ত্রগুলো পরমাণু পরীক্ষার অংশ হতে পারে।

এদিকে দূরপাল্লার ক্রুজ মিসাইলের সফল পরীক্ষার পর উচ্ছ্বাস প্রকাশ করেছে উত্তর কোরিয়া। দেশটি তাদের এই নতুন অস্ত্রকে ‘বিশাল তাৎপর্যপূর্ণ কৌশলগত অস্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছে। দেশটির নেতা কিম জং উনের চাওয়া অনুযায়ী এটি দেশের সামরিক শক্তি বৃদ্ধি করেছে বলেও জানিয়েছে পিয়ংইয়ং।

গত কয়েকমাস ধরেই উত্তর কোরিয়ার সামরিক শক্তি আরো শক্তিশালী করার বিষয়ে জোর দিচ্ছেন কিম জং উন। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, দেশের বিজ্ঞানীরা একাধিক ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে। যা উত্তর কোরিয়ার সামরিক শক্তি অনেকটা বৃদ্ধি করেছে।

এরপরেই গত মার্চ মাসে একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। যার কারণে দেশটির বিরুদ্ধে সেসময় বেশ কিছু নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এবার একাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো দেশটি। এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোন এলাকায় দেশটি এই পরীক্ষা করেছে, তা এখনও স্পষ্ট নয়। ক্ষেপণাস্ত্রের ক্ষমতা কতটা এবং এর সাথে পরমাণু শক্তির সংশ্লিষ্টতা আছে কি না, সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে একযোগে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছে দেশটি।

জাপানের প্রধান কেবিনেট সেক্রেটারি কাতসুনোবু কাতো সাংবাদিকদের জানিয়েছেন, উত্তর কোরিয়ার একাধিক দূরপাল্লার ক্রুজ মিসাইলের সফল পরীক্ষার ঘটনায় টোকিও ‘উদ্বিগ্ন’। একইসাথে পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাথে জাপান কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]