আন্তর্জাতিক

চীনের জন্য নতুন টাস্কফোর্স গঠন করলো সিআইএ

চীনের গোয়েন্দা তৎপরতার ওপর নজরদারি করতে নতুন গোয়েন্দা ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে সিআইএ। চীন মিশন সেন্টার নামক এই নতুন শাখাটির কাজ হবে চীনের সকল প্রকার হুমকি যাচাই-বাছাই করা। সিআইএ প্রধান উইলিয়াম জে বার্নস এই নতুন ইউনিটের কথা জানান। আমেরিকার জন্য চীনের যেসব কর্মকান্ড হুমকি স্বরুপ হতে পারে সেসকল কর্মকান্ডের মোকাবিলা করাই হবে এই ইউনিটের প্রধান কাজ। জুন মাসে প্রেসিডেন্ট জো বাইডেন বেইজিং এর গতিবিধি পর্যবেক্ষণ ও মোকাবিলা করার জন্য একটি নতুন টাস্কফোর্স তৈরির নির্দেশ দেন। তারই পরিপ্রেক্ষিতে, সিআইএ এই ইউনিট তৈরি করেছে।  ইতোমধ্যে চীন ও আমেরিকার মধ্যেকার অস্থিরতা ক্রমশই বেড়ে চলছে। তাইওয়ানকে ঘিরে দুই দেশের মাঝে রেষারেষি বাড়ছে। চীন সর্বদাই তাইওয়ানকে নিজের ভূখণ্ড দাবি করলেও তাইওয়ান নিজেকে স্বাধীন দেশ হিসেবে দাবি করে। আমেরিকা সর্বদা তাইওয়ানের পাশে থাকা সর্বাত্মক চেষ্ঠা করেছে। এমনকি, তাইওয়ানের সেনাবাহিনীকেও আমেরিকার স্পেশাল ফোর্স দ্বারা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চীন এসব কার্যক্রমকে উস্কানিমূলক ও শান্তিবিরোধী হিসেবে চিহ্নিত করে। তাঁরা আমেরিকাকে বারবার যৌথ নীতি মেনে চলার আহ্বান জানায়। এলএবাংলাটাইমস/এমডব্লিউ