শুক্রবারে (৫ নভেম্বর) সিনসিনাটির একটি কোর্টে একজন চাইনিজ ইন্টেলেজিন্স অফিসারকে অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির কারণে শাস্তি দেওয়া হয়েছে। জু ইয়ানজুন নামক ব্যক্তিটি চিনের জিয়াংজ্য প্রদেশের মিনিস্টারি অফ স্টেট সিকিউরিটিতে ইন্টেলেজিন্স অফিসার হিসেবে কাজ করতেন। তাঁর বিরুদ্ধে অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি ও ব্যবসায়িক রহস্য চুরির অভিযোগ রয়েছে।
অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির কারণে ৫০ লাখ ডলার জরিমানার পাশাপাশি ১৫ বছরের কারাদন্ড হতে পারে ও বাকি অপরাধগুলোর জন্য ১০ বছরের কারাদন্ড হতে পারে।
সিনসিনাটি ভিত্তিক জিই এভিয়েশন থেকে প্রযুক্তি চুরির পাচ বছরের পরিকল্পনায় জড়িত থাকার জন্য ২০১৮ সালের অক্টোবর মাসে দুই গোয়েন্দা কর্মকর্তাসহ ১১ জন চীনা নাগরিককে গ্রেফতার করা হয়। জু তাদের মধ্যে অর্ন্তভুক্ত ছিলেন।
জাস্টিস ডিপার্টমেন্ট একটি বিবৃতিতে বলে, ‘জু জিই এভিয়েশনের বিভিন্ন প্রযুক্তি চুরি করার চেষ্টা করছিলেন। মূলত, চীনের সুবিধার্থেই জু কাজ করছিলেন।‘
২০১৮ সালের এপ্রিলমাসে বেলজিয়ামে তাকে গ্রেপ্তার করা হয়। একটি কাউন্টার ইন্টেলেজিন্স অপারেশনের মাধ্যমে তাঁকে গ্রেফতার করা হয়।
বিচারের মুখোমুখি হওয়ার জন্য ২০১৮ সালের অক্টোবরে তাকে আমেরিকার কাছে প্রত্যর্পণ করা হয়েছিল।
২০১৮ সালের অভিযোগপত্রে এই অভিযানে আরও ১০ জন সহযোগীর নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে জিয়াংসু নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাও রয়েছেন- যারা জু-এর অধীনে কাজ করেছেন বলে মনে হচ্ছে। এর পাশাপাশি ছয়জন হ্যাকার এবং ফরাসি কোম্পানির দুই কর্মচারীর নামও অভিযোগপত্রে উল্লেখ্য করা হয়েছে।
১০ জনের কাউকেই গ্রেফতার করা হয়নি।
জাস্টিস ডিপার্টমেন্ট সেই সময় বলেছিল যে চীনের একটি রাষ্ট্রায়ত্ত এরোস্পেস কোম্পানি চীনা নির্মিত বিমানে ব্যবহারের জন্য জিই-র মতো একটি ইঞ্জিন তৈরির চেষ্টা করছে।
জু গ্রেপ্তারের পর চীন বলেছে যে যুক্তরাষ্ট্র "হাওয়া থেকে অভিযোগ তৈরি করছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ