আন্তর্জাতিক

স্নায়ুযুদ্ধের অস্থিরতা এড়ানে চান শি জিনপিং

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পুনরায় স্নায়ুযুদ্ধের সময়কার অস্থিরতা ফিরে আসতে পারে বলে সতর্কবাণী দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এইরকম অস্থিরতা থেকে বাঁচতে বৈশ্বিক সহযোগিতার মনোভাব প্রয়োজন বলে তিনি মনে করেন। এপেক সামিটের সিইও ফোরামের নিকট প্রেরণকৃত একটি ভিডিও বার্তায় এই সতর্কবাণী দেন্ তিনি। শি জানান, ভূরাজনৈতিক ক্ষেত্রে ছোট ছোট জায়গা তৈরির চেষ্টা বা আদর্শগত কারণে বিবাদ তৈরির প্রচেষ্টা সবসময় ব্যর্থ হয়। শি বলেন, ‘এশিয়া প্যাসিফিক অঞ্চলের উচিত হবে না আবার স্নায়ুযুদ্ধের সময়ের মত বিবাদে জড়িয়ে পড়া।‘ চীনের প্রেসিডেন্ট স্পষ্টভাবেই আমেরিকাকে ইঙ্গিত করছিলেন। বিগত কয়েকমাস ধরেই আমেরিকার অনেক নীতিই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ‘চীন-বিরোধি’ রুপ নিচ্ছে। গত সেপ্টেম্বর মাসেই আমেরিকা চীনের অর্থনৈতিক ও সামরিক অগ্রগতিকে টেক্কা দেওয়ার জন্য ভারত,জাপান ও অস্ট্রেলিয়ার সাথে একটি চুক্তি সই করে। এছাড়া হংকং, সিনজিং ও তাইওয়ানকে কেন্দ্র করে আমেরিকা ও চীনের মাঝে বিবাদ বাড়ছে। এরই মাঝে যোগাযোগ ও সম্পর্ক উন্নত করার জন্য দুই দেশের প্রেসিডেন্টদের মাঝে বৈঠক অনুষ্ঠিত হবার খবর আসে। এখনো জানা যায়নি যে কবে নাগাদ বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে ধারণা করা হচ্ছে যে অতি শীঘ্রই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ