মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’কে বলেছেন, তিনি মানবাধিকার লঙ্ঘন প্রশ্নে ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন এবং তাইওয়ানের গণতান্ত্রিক মর্যদা ‘একতরফাভাবে’ পরিবর্তনের পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। হোয়াইট হাউস একথা জানায়।
বাইডেন ও শি’র মধ্যে ভার্চুয়াল বৈঠকের পর দেয়া এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট বাইডেন জিনজিয়ান, তিব্বত ও হংকংয়ে পিআরসি’র ( চীনা কমিউনিষ্ট পার্টি) কার্যক্রমের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। তিনি দেশটির মানবাধিকার নিয়েও উদ্বিগ্ন।
তাইওয়ান বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন জোর দিয়ে বলেন যে যুক্তরাষ্ট্র দেশটির গণতান্ত্রিক মর্যদা পরিবর্তন বা তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতা ধ্বংসের এক তরফা প্রচেষ্টার কঠোরভাবে বিরোধিতা করে। এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
বাইডেন ও শি’র মধ্যে ভার্চুয়াল বৈঠকের পর দেয়া এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট বাইডেন জিনজিয়ান, তিব্বত ও হংকংয়ে পিআরসি’র ( চীনা কমিউনিষ্ট পার্টি) কার্যক্রমের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। তিনি দেশটির মানবাধিকার নিয়েও উদ্বিগ্ন।
তাইওয়ান বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন জোর দিয়ে বলেন যে যুক্তরাষ্ট্র দেশটির গণতান্ত্রিক মর্যদা পরিবর্তন বা তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতা ধ্বংসের এক তরফা প্রচেষ্টার কঠোরভাবে বিরোধিতা করে। এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]