আন্তর্জাতিক

শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তালেবানের বৈঠক

আগামী সপ্তাহে কাতারে আফগান তালেবানের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করবে যুক্তরাষ্ট্র। আলোচনায় আফগানিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি দেশটিতে চলমান মানবিক সংকটের বিষয় গুরুত্ব পাবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস গতকাল মঙ্গলবার জানান, আলোচনাটি দুই সপ্তাহব্যাপী হওয়ার পরিকল্পনা রয়েছে। আলোচনায় প্রতিনিধি হিসেবে থাকছে আফগানিস্তানবিষয়ক বিশেষ মার্কিন দূত টম ওয়েস্ট। দুই সপ্তাহ পূর্বেই পাকিস্তানে তালেবানদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন টম ওয়েস্ট।এ সাক্ষাতের পর এখন কাতারে তালেবান-যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ফের শুরু হতে যাচ্ছে।গত ৯ থেকে ১০ অক্টোবর কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের মধ্যে প্রথম দফার আলোচনা সম্পূর্ণ হয়েছে। নেড প্রাইস জানান, আলোচনাটিতে আফগানিস্তানের চলমান ও আর্থিক সমস্যা প্রাধাণ্য পাবে। এর পাশাপাশি আইএস সহ অন্যান্য জঙ্গিগোষ্ঠী নিয়েও আলোচনা করা হবে জানা গিয়েছে। ওয়েস্ট জানান, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনা করতে চাইলে অবশ্যই তালেবানকে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলো মানতে হবে। এর মধ্যে নারীর অধিকার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই উল্লেখ্যযোগ্য। তিনি জানান, আপাতত আফগানিস্তানকে মানবিক সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। এলএবাংলাটাইমস/এমডব্লিউ