৮০০ বছরের পুরনো একটি মমি খুঁজে পাওয়া গেলো দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। পেরুর উপকূলবর্তী এলাকায় খনন করে প্রাচীন এক সমাধিস্থল খুঁজে পায় একদল প্রত্নতাত্ত্বিক। সেখানেই পাওয়া গেছে মমিটি।
শনিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে এই তথ্যটি প্রকাশ পেয়েছে।
প্রত্নতাত্ত্বিক দলটির মুখপাত্র পিটার ভ্যান ডালেন লুনা জানান, ‘যখন বহু বছরের পুরনো মমিটির সন্ধান পাই, তখন এটির হাত-পা গুটিয়ে ছিল। এমনকি দড়ি দিয়ে বাঁধা ছিল এবং মুখ ঢাকা অবস্থায় পাই’।
এই মমিটি পুরুষ না নারী তা নিশ্চিত হতে পারেনি প্রত্নতাত্ত্বিক দল। মমিটি পরিত্যক্ত মন্দিরের সমাধিস্থল থেকে আবিষ্কার করা হয়। মুখপাত্র পিটার মমিটিকে আন্দিজ পার্বত্য অঞ্চলের অধিবাসী বলে ধারণা করছেন।
এটি খতিয়ে দেখে বিস্তারিত জানানো হবে বলে জানান এই প্রত্নতাত্ত্বিক। পেরুতে প্রায় সময় বহু বছরের পুরনো মমির সন্ধান পেয়ে আসছেন বিশেষজ্ঞরা।
এলএবাংলাটাইমস/ওএম