আন্তর্জাতিক

তুরস্ক-ইরান-পাকিস্তানের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

১০ বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে তুরস্ক, ইরান ও পাকিস্তানের মধ্যে ট্রেন চলাচল। মঙ্গলবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে পাকিস্তান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি।

এই ট্রেন চলাচল শুরু হয়েছিলো ২০০৯ সালে। পরে তা ২০১১ সালে স্থগিত হয়। দীর্ঘ ১০ বছরের অবলাবস্থা অবশেষে দূর হলো। মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি তিন দেশে চলাচলকারী ট্রেনটির উদ্বোধন করেন। এসময় ইরান, পাকিস্তান, তুরস্ক এবং তাজিকিস্তানের কূটনীতিকরা সেখানে উপস্থিত ছিলেন বলা জানা গেছে।

তিন দেশে চলাচলকারী এই ট্রেনটি মূলত পণ্যবাহী। ইউরোপ থেকে পাকিস্তানে পণ্য আনা নেওয়া করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে।

এর কারণে তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পণ্য পরবিহনের সময় অনেক কমে যাবে। প্রকল্প শুরুর দিকে ইসলামাবাদ থেকে ৬,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইস্তাম্বুল পর্যন্ত পৌঁছাতে পণ্যবাহী ট্র্রেনের ১৩ ঘণ্টা সময় লেগেছে, তবে পরে তা কমে ১১ ঘণ্টায় দাঁড়িয়েছে।

এই ট্রেন চালুর আগে ইউরোপীয় দেশগুলো থেকে সমুদ্রপথে পাকিস্তানে পণ্য আনতে হতো। যার জন্য সময় লাগতো ৪৫ দিন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]