আন্তর্জাতিক

ভারতের ‘সংশোধিত নাগরিকত্ব আইন’ আপাতত কার্যকর হচ্ছে না

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারতজুড়ে কম বিতর্কের সৃষ্টি হয়নি। আন্দোলনও হয়েছে দেশটির বিভিন্ন রাজ্যে। সেই আইন আপাতত কার্যকর হচ্ছে না।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রবিবার (৯ জানুয়ারি) পর্যন্ত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিষয়ক বিধিমালার বিজ্ঞপ্তি জারি করেনি। যা পাস হওয়ার পর তৃতীয় দফায় বিধি জারি বর্ধিত করা হলো।

জানা যায়, ৯ জানুয়ারি ছিল বিধি তৈরির জন্য মন্ত্রণালয়ের লোকসভা ও রাজ্যসভার দুটি সংসদীয় কমিটির কাছে চাওয়া বর্ধিত সময়সীমার শেষ দিন। কিন্তু এসময়ের মধ্যে এ বিষয়ক কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।। বিধিমালা ছাড়া ওই আইন কার্যকর করা সম্ভব হবে না। মন্ত্রণালয়ের কর্মকর্তারা কমিটির কাছে আরো সময় চেয়েছেন কি না, এ প্রশ্নের জবাব দেননি।

২০১৯ সালে পাস হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ ভারতে আশ্রয় নিয়ে থাকলে অবৈধ অভিবাসী বলে গণ্য হবে না।   এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]