আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন সংকটের অবনতি ঘটাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট: ক্রেমলিন মুখপাত্র

বৃহস্পতিবারে (২০ জানুয়ারি) ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়াকে কঠোর হুশিয়ারি দিয়ে রাশিয়া-ইউক্রেন সংকটের চরম অবনতি ঘটাচ্ছেন  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবারে প্রেসিডেন্ট বাইডেন এক সাংবাদিক সম্মোলনে রাশিয়াকে কঠোর হুশিয়ারি দেন। তিনি বলেন, ‘যদি ইউক্রেনে আক্রমণ ঘটে, তাহলে সেটির সম্পূর্ণ দায় বর্তাবে রাশিয়ার উপর। রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে সেটি  তাদের জন্য ক্ষতিকর সাব্যস্ত হবে।‘ এই মন্তব্যের পালটা জবাব হিসেবে বৃহস্পতিবারে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন,’তিনি এরকম মন্তব্য করে অস্থিতিশীল পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করছেন। তাঁর এই মন্তব্য দুই পক্ষের চাপা উত্তেজনা বৃদ্ধি করবে।‘ ইউক্রেন নিয়ে ইতোমধ্যে ন্যাটো ও রাশিয়ার বৈঠক সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে চলমান অস্থিরতার কোন ফলাফল পাওয়া যায়নি। অনেকেই আশংকা করছেন যে ২০১৪ সালের ন্যায় ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া। এলএবাংলাটাইমস/এমডব্লিউ