আন্তর্জাতিক

আরব আমিরাতকে সার্বিক সাহায্যের প্রতিশ্রুতি ইউএস সেন্ট্রাল কমান্ড প্রধানের

ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান ফ্র্যাংক ম্যাকেঞ্জি জানিয়েছেন যে হুথি হামলার হাত হতে আরব আমিরাতকে সাহায্য করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আরব আমিরাতকে মিসাইল ইন্টারস্যাপ্টার প্রদান করবে। তিনি বলেন, ‘আমরা তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ইন্টারস্যাপ্টার প্রদান করবো। আমরা আরব আমিরাত সার্বিকভাবে সাহায্য করার চেষ্ঠা করবো।‘ ম্যাকেঞ্জির বক্তব্যের পূর্বেই পেন্টাগন আবু ধাবিকে একটি গাইডেড মিসাইল ডিস্ট্রয়র ও এডভান্সড ফ্লাইটার জেট প্রদান করার কথা জানিয়েছে। বিগত কয়েকদিন ধরে হুথিরা সংযুক্ত আরব আমিরাতের ওপর একাধিক মিসাইল হামলা চালিয়েছে। এরকমই এক হামলায় আবুধাবিতে গত ১৭ জানুয়ারি ৩ জন মৃত্যুবরণ করেছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ