আন্তর্জাতিক

‘ইউক্রেন সংকট কূটনৈতিকভাবে মোকাবিলা সম্ভব’

ইউক্রেন সংকট এখনো কূটনৈতিকভাবে মোকাবিলা সম্ভব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের শীর্ষ নেতারা। তবে তাঁরা সতর্ক করে বলেছেন, এখনো পরিস্থিতি নাজুক রয়েছে।   প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রধানমন্ত্রী বরিস জনসন ৪০ মিনিটের এক ফোনালাপে সম্মত হোন যে ইউক্রেন বিষয়ে কূটনীতিক সমাধান সম্ভব। এদিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্যবাহিনী এখনো মজুদ রয়েছে। তবে রাশিয়া সবসময় ইউক্রেনে আক্রমণ চালানোর সম্ভাবনা অস্বীকার করে গেছে। যদিও এখনও ১ লাখের বেশি সৈন্য মজুদ রয়েছে ইউক্রেন সীমান্তবর্তী এলাকায়। ইতোমধ্যে অনেকগুলো দেশ ইউক্রেন থেকে তাদের দেশের নাগরিকদের ফিরে আসতে আহবান জানিয়েছে। ইউএস জানিয়েছে, যেকোনো সময় রাশিয়া আকাশপথে হামলা চালাতে পারে। তবে গতকালের ফোনালাপে বাইডেন ও বরিস বলেন, এখনও সমাধানের জন্য একটি পথ খোলা রয়েছে এবং রাশিয়ার উচিত হবে ইউক্রেনকে হুমকি দেওয়া বন্ধ করা। এলএবাংলাটাইমস/ওএম