ইউক্রেনে হামলার প্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো কী পদক্ষেপ নেওয়ার সক্ষমতা রাখে, সেই বিষয়ে ভ্লাদিমির পুতিন ভুল হিসাব কষেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
কংগ্রেসে প্রিটাইম স্পিচে জো বাইডেন প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেন, ‘আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো। অত্যাচারীর পরিবর্তে মুক্তি পাবে স্বাধীনতা’।
মঙ্গলবার (১ মার্চ) রাতে জো বাইডেন আইনপ্রণেতাদের সাথে দীর্ঘ বৈঠকে বলেন, ‘পুতিন পরিকল্পনামাফিক ও বিনা প্ররোচনায় এই যুদ্ধ শুরু করেছে। গণতন্ত্রকে তিনি বারবার প্রত্যাখান করেছেন’।
বাইডেন বলেন, ‘পুতিন ভেবেছিল পশ্চিমা দেশ এবং ন্যাটো এই বিষয়ে কোনো পদক্ষেপ নিবে না। আমাদের বিভক্ত করতে পারবে বলেই তার ধারণা ছিল’।
জো বাইডেন সম্প্রতি আফগানিস্তান থেকে খুব তাড়াহুড়ো করে মার্কিন সৈন্যদের দেশে ফিরিয়ে এনেছেন। এই নিয়ে নিজ দেশে তার জনপ্রিয়তার অনেক ভাটা পড়েছে।
বাইডেন আরও জানান, যুক্তরাষ্ট্র রাশিয়ার আকাশসীমার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। একই রকম নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা ও ইউরোপীয় দেশগুলো।
এলএবাংলাটাইমস/ওএম