আন্তর্জাতিক

ইউক্রেনের বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দখল করেছে রাশিয়া

ইউক্রেন তথা ইউরোপের বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট জাপোরিজিয়া পাওয়ার প্ল্যান্ট দখল করেছে রাশিয়ান সেনাবাহিনী। জানা যায়, প্ল্যান্টটিতে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে তা দখলে এনেছে রাশিয়া। শুক্রবার (০৪ মার্চ) সকালে ইউক্রেনের স্টেট নিউক্লিয়ার রেগুলেটরি ইনস্পেকটরেট জানায়, রাশিয়ান সেনাবাহিনী জাপোরিজিয়া পাওয়ার প্ল্যান্ট দখল করেছে। প্ল্যান্টটির ১নং রিয়েক্টর ক্ষতিগ্রস্থ হয়েছে। বাকি ৪টি ইউনিট ঠিকঠাক থাকলেও ১টি ইউনিট এখনো বিদ্যুৎ উৎপন্ন করছে। প্ল্যান্টটির কর্মকর্তাদের বন্দুকের মুখে কাজ করতে বাধ্য করছে রাশিয়ান সেনাবাহিনী। এদিকে রাশিয়ার এহেন কর্মকান্ডকে যুদ্ধাপরাধ হিসেবে ঘোষণা করেছে ইউক্রেনে অবস্থিত মার্কিন দূতাবাস। কূটনীতিবিদরা জানিয়েছেন, এই কর্মকান্ড নিয়ে জাতিসংঘের নিরাপত্তা অধিদপ্তরে জরুরী বৈঠক চলছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ