আন্তর্জাতিক

কেমিক্যাল বা বায়োলজিক্যাল অস্ত্র দিয়ে আক্রমণ চালাতে পারে রাশিয়া: হোয়াইট হাউজ

হোয়াইট হাউজ এক সতর্কবার্তায় জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে কেমিক্যাল বা বায়োলজিক্যাল আক্রমণ করতে পারে এবং এই বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে বায়োলজিক্যাল অস্ত্র আছে এবং ইউক্রেন কেমিক্যাল ওয়েপন তৈরি করছে, রাশিয়ার এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন’। তিনি বলেন, এসব হচ্ছে রাশিয়ার উস্কানি এবং আক্রমণের ছুঁতো। তারা নিজেদের সহিংসতাকে ন্যায্য করতে এসব দাবি করে থাকে।    পশ্চিমা দেশগুলোর নেতারাও রাশিয়ার আক্রমণ নিয়ে একই রকম অভিব্যক্তি জানিয়েছে।   তারা বলেন, ‘যুদ্ধের মোড় কোনদিকে যেতে পারে, এটি নিয়ে আমরা শুরু থেকেই সন্দিহান ছিলাম। রাশিয়া যুদ্ধে গতানুগতিক অস্ত্রের বাইরে যেয়ে ভিন্ন ধরণের অস্ত্র দিয়ে আক্রমণ করতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেও্য়া যায় না’।   কেমিক্যাল ওয়েপন বললেও ট্যাকটিকাল নিউক্লিয়ার ওয়েপন, বায়োলজিক্যাল ওয়েপন এবং ডার্টি বোমগুলোও এর অন্তর্ভূক্ত।   পশ্চিমা নেতারা বলেন, ‘আমাদের বিচলিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে’। এলএবাংলাটাইমস/ওএম