আন্তর্জাতিক

ইউক্রেন-রাশিয়া সংঘাত: ইসরায়েলের মধ্যস্থতার চেষ্টায় জেলেনস্কির সাধুবাদ

চলমান রুশ-ইউক্রেন সংঘাত বন্ধে ইসরায়েলের মধ্যস্থতার চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১২ মার্চ) জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ১ ঘণ্টার বেশি সময় ধরে ফোনালাপ করেন। প্রধানমন্ত্রী অফিস সূত্র জানিয়েছে, ইউক্রেন-রাশিয়া সংঘাত থামানোর সম্ভাব্য উপায় এবং এই ব্যাপারে ইসরায়েলের নেওয়া পদক্ষেপ নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। জেলেনস্কি টুইটারে দেওয়া এক পোস্টে জানান, ‘আমরা রাশিয়ার আগ্রাসন এবং সম্ভাব্য শান্তি বিষয়ে আলোচনা করেছি। আমাদের অবশ্যই বেসামরিক নাগরিকদের রাশিয়ান আগ্রাসন থেকে সুরক্ষা দিতে হবে’। ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই দুই নেতা একাধিকবার ফোনে আলাপ করেছেন। বেনেত একাধিকবার পুতিনের সাথেও এই ব্যাপারে আলোচনা করেন এবং যুদ্ধ শুরুর পর প্রথম কোনো বৈশ্বিক নেতা হিসেবে গত সপ্তাহে ক্রেমলিনে তাঁর সাথে সাক্ষাতও করেন।   এদিকে পেন্টাগন জানায়, ইউক্রেনকে আরও ২০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিবে ইউএস। ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষামূলক ব্যবস্থাও করবে ইউএস, এমন প্রতিশ্রুতিও দিয়েছে পেন্টাগন। প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, রুশ বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ সেনার মৃত্যু হয়েছে।