ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠকের পর প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ড সফর করবেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, জো বাইডেন ২৫ মার্চ পোল্যান্ড সফরে যাবেন।
হোয়াইট হাউজ আরও জানায়, ইউক্রেনে রুশ হামলা নিয়ে আলোচনা করতে পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ড্রজেজ ডুডার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে শুক্রবার পোল্যান্ড যাচ্ছেন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, ইউক্রেনে রাশিয়ার চাপানো অযৌক্তিক ও অনর্থক যুদ্ধের ফলে সৃষ্ট মানবিক পরিস্থিতি এবং মানবাধিকার সংকট যুক্তরাষ্ট্রসহ মিত্রশক্তি ও সমথর্ক দেশগুলো কীভাবে মোকাবিলা করবে, তার উপায় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট আলোচনা করবেন।
এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ইতালির প্রেসিডেন্ট মারিও দ্রাঘি ও যুক্তরাজ্যের প্রেসিডেন্ট বরিস জনসনের সাথে ফোনে আলোচনার কথা রয়েছে বাইডেনের। বুধবার তিনি ন্যাটোর জরুরি সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে যাচ্ছেন। এরপর ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দিবেন। পাশাপাশি জি-সেভেন এর সাথেও বৈঠক করবেন তিনি।
এলএবাংলাটাইমস/ওএম