আন্তর্জাতিক

শিরিন আবু আকলেহ হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের

আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম নাইডস। নাইডস বলেন,’ আমি শিরিন হত্যার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের আহ্বান করছি। এর পাশাপ্সহি জেনিনে আহত আরেক সাংবাদিকের ওপর বন্দুক হামলার সুষ্ঠু তদন্তের আহ্বান করছি। ‘ এর কিছুক্ষণ পরেই, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। প্রাইস বলেন, 'শিরিনের মৃত্যু সাংবাদিকতার স্বাধীনতার ওপর হস্তক্ষেপের সমান। তাঁর হত্যাকারীদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।' ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার (১১ মে)  অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি অভিযানের রিপোর্ট করার সময় আবু আকলেহ ইসরায়েলি বাহিনীর হাতে গুলিবিদ্ধ হন। আরেক সাংবাদিক আলি আল-সামুদি  পিঠে গুলি লেগে আহত হয়েছেন । তিনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন। ইসরায়েলের সামরিক বাহিনী প্রাথমিকভাবে বলেছিল যে আবু আকলেহ ক্রসফায়ার সময় গুলিবিদ্ধ হয়েছিলেন এবং আন্দাজ করেছিলেন যে শিরিন ফিলিস্তিনি যোদ্ধাদের দ্বারা নিহত হতে পারেন। পরবর্তীতে ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ মন্তব্যটি ফিরিয়ে নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা প্রাথমিক ইসরায়েলি বর্ণনা প্রত্যাখ্যান করেছে। তাঁরা বলেছে যে গুলি চালানোর সময় কোন ক্রসফায়ার হয়নি। আবু আকলেহ এবং অন্যান্য সাংবাদিকরা আক্রমণের সময় স্পষ্টভাবে চিহ্নিত "প্রেস" ভেস্ট পরে একটি উন্মুক্ত এলাকায়  অবস্থান করছিলেন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ